ভেজাল ইফতারি তৈরি করায় জরিমানা

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ভেজাররাজধানীর বেইলী রোডে পোড়া তেল দিয়ে ইফতারি তৈরির করার দায়ে দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম আজ দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আরও পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, বেইলী রোডের ছয়টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এর মধ্যে স্কাইলার্ক দোকানে পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি করতে দেখা যায়, যা দণ্ডণীয় অপরাধ। ওই দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

অভিযানে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক খালেদ হোসেন, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো আফজাল হোসেন সবুজ, রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G