ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে র‌্যাবের অভিযান

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

rabভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানটি চালানো হচ্ছে বলে জানায় র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।

রাজধানীর উত্তরখানের পুরান পাড়া মসজিদের মাজার রোড এলাকায় ভেজাল ও অনুমোদনহীন ড্রিঙ্কস, জুসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতেই অভিযানটি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে যাত্রাবাড়ীতে ভুয়া ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে পৃথক একটি অভিযান চালাচ্ছে র‌্যাবের আরেকটি দল।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, যাত্রাবাড়ীতে অবৈধভাবে বেশ কয়েকটি ক্লিনিক গড়ে ওঠেছে। অল্পশিক্ষিত কথিত ডাক্তাররা বিভিন্ন ডিগ্রি প্রাপ্তির নাম করে চিকিৎসার নামে প্রতারণা করছে। অভিযোগের ভিত্তিতেই সেখানে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G