ভেজাল খাদ্য মজুদে আগোরা’য় জরিমানা
নিজস্ব প্রতিবেদক
ভেজাল খাদ্য মজুদ করার অভিযোগে চেইন শপ আগোরা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের আগোরা শাখায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানটির নেতৃত্বে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে। খাদ্যে ভেজাল পাওয়া গেলেই জরিমানা এবং আইনগত শাস্তির ব্যবস্থাও করা হবে।
এ ব্যাপারে সাঈদ খোকন বলেন, আমরা নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর আওতায় অভিযান পরিচালনা শুরু করেছি। এখন থেকে যদি খাদ্যে ভেজাল পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ জরিমানা এবং জেলের ব্যবস্থা করা হবে।
খাদ্যে ভেজালের অভিযোগে রেস্তোরাঁ বার-বি-কিউ টু-নাইটকেও দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পুরান ঢাকার তিনটি খাবার হোটেলকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রতিক্ষণ/এডি/এফটি