ভোগান্তির অপর নাম সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৮:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

satkhiraবাংলাদেশে সরকারের ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি বিভাগে উন্নয়ন সাধিত হচ্ছে। ঠিক তখনও সাতক্ষীরা জেলা শহর থেকে দক্ষিনাঞ্ছলের সুন্দরবন কোলঘেষা পর্যন্ত মহাসড়কের বেহালদশায় জনভোগান্তি চরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সর্বস্থরের মানুষের। জেলা শহরের ইটাগাছা এলাকা হতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের কর্মকর্তাদের অবহেলায় বড় বড় গর্তের সৃষ্ট হয়েছে।

প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও মাঝে মাঝে জোড়াতালি দিয়ে নাম মাত্র মেরামত করে হয়। জনবহুল এ সড়কটি দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার একমাত্র প্রধান রুট সড়কটির স্থায়ী সংস্কারের মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট বিভাগটির। সাম্প্রতিক সাতক্ষীরা শহরসহ বেশ কিছু সড়কে দু একদিন ধরে জোড়াতালি দেওয়া হচ্ছে। কিন্তু ইতোপূর্বে যে জোড়াতালি দেয়া হয়েছে তা এক-দুমাস যেতেই আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ভোগান্তির যাতাকলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার সঙ্গিতামোড়, হাটেরমোড়, ইটাগাছা-মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, দেবহাটা উপজেলার সেকেন্দ্রা, চারা বটতলা, গরুহাট, সখিপুর, ডেলটা চাঁদপুর, গাজীরহাট হয়ে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলায় মিলিত সড়কটিতে অতিরিক্ত মাত্রায় গর্ত হওয়ায় জনজীবনে বিপন্ন হয়ে দাড়িয়েছে। এ যেন রাস্তা নয়, মরন ফাঁদ।

রাস্তার বড় বড় গর্তে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। জেলা শহরের সাথে দক্ষিনাঞ্ছলের যোগাযোগের এই একমাত্র মাধ্যমটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে উঠলেও কখনো চোখ পড়েনি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের। রৌদ্রে ধুলো-বালি খেতে বাধ্য জনসাধারন। টানা সময় ধরে সাতক্ষীরা জনপদের সর্বস্তরের মানুষ চরম ভোগান্তির শিকার হলেও সড়কটি সংষ্কারে গৃহীত হয়নি কোন কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা।

শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা-বালি আর বৃষ্টি হতে না হতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত পরিস্থিতি ছাড়াও অসাবধানতায় ঝুঁকিপূর্ন চলাচলে দিনে দিনে বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনা। তাছাড়া এই জনবহুল সড়কটি দিয়ে শিক্ষার্থী, ব্যাবসায়ী, রুগি, বিদেশী পর্যটক, সর্বস্থরের মানুষের চলাচল করতে হয় অত্যন্ত ঝুঁকির মধ্যে দিয়ে। এতে করে নাগরিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় প্রতিদিনই তীব্র এই বিড়ম্বনার যাতাকলে পিষ্ঠ হচ্ছে সাতক্ষীরা থেকে দক্ষিনাঞ্ছলের এবং অপর দিক থেকে আসা শহরমুখো লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হলেও এই মহাসড়কটি দিনে দিনে চলাচলের অনুপযোগী হয়ে উঠায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে দক্ষিনাঞ্ছলের মানুষ।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G