ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কারচুপি, কেন্দ্র দখল সহ নানা অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনের মধ্যে দিয়ে ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। চলছে গণনা।
এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহানগর নাট্যমঞ্চ, উত্তর সিটি করপোরেশনের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ফল ঘোষণা করা হবে।
তিন সিটির মোট ২ হাজার ৭০১টি কেন্দ্রে ভোটার ছিলেন ৬০ লাখ ২৯ হাজার ৫৭৬ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ডে ১৬ জন মেয়র প্রার্থী, ২৮১ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৮৯ জন সংরক্ষিত সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০ জন মেয়র প্রার্থী, ৫৭ ওয়ার্ডের এই সিটিতে ৩৯০ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।
অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১টি ওয়ার্ডে ১২ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিক্ষণ/এডি/আরেফিন