ভোরে ডিএনসিসি মার্কেটে আগুন

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৯ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

বনানীর আগুনের রেশ না কাটতেই এবার আগুন লেগেছে পাশের এলাকা গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে। যেখানে আগেও ভয়াবহ আগুন লেগেছিল।
শনিবার ভোরে এই বিপণি বিতানের কাঁচাবাজার অংশে আগুন লাগার পর তা নেভাতে কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনীর ২০টির মতো ইউনিট।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। দোকানিরা জানিয়েছেন, রাতে কেউ মার্কেটে থাকেন না, পুরো মার্কেট তালাবদ্ধ করে পাহারাদাররা ফটকে থাকেন।

টেলিভিশনের ছবিতে টিনশেডের কাঁচা বাজার ছাড়িয়ে লাগোয়া তিন তলা বিপণি বিতানের মধ্য থেকেও ধোঁয়া বের হতে দেখা গেছে। পাশের পাঁচ তলা ভবনেও ধোঁয়া দেখা যাচ্ছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীকেও দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক এনায়েত হোসেন সকাল সাড়ে ৮টায় বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।” 

‘বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এটি আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে’, যোগ করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, দুই বছর আগে ২০১৭ সালে এই বিপণি বিতানটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর অনেকটাই নতুন করে এটি গড়ে তোলা হয়েছিল।

ডিএনসিসি মার্কেটে তিন তলা ভবনের পাশের কাঁচাবাজারে আমদানি করা খাদ্যপণ্য ও নানা রকম সুগন্ধীর দোকান রয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G