ভোলায় বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন
আকতারুজ্জামান সুজন, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট অঞ্চলের খামারি মোঃ কাসেম হাওলাদারের পাঙ্গাসের খামারে বিষাক্ত কীটনাশকে মারা গেছে ২ কেজি ওজনের প্রায় ২০ লক্ষ টাকার পাঙ্গাস মাছ।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, প্রত্যক্ষদর্শী এলাকার লোকজন ধারণা করছেন কোনো বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে মাছগুলো মারা যায়।
এদিকে এই ঘটনায় খামারি কাসেম হাওলাদারসহ তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন।
কাসেম হাওলাদারের ছেলে মো. রাসেল অভিযোগ করে বলেন, কে বা কাহারা শত্রুতা করে বা মাছ চুরি করার লক্ষ্যে পানির সাথে কীটনাশক মিশিয়ে দিয়েছে। যার ফলে খামারের সমস্ত মাছ মারা যায়। মাছগুলো ওজন প্রায় ২ কেজি। আগামী সপ্তাহ থেকে মাছগুলো বিক্রি করার কথা ছিলো।
তবে স্থানীয়জনরা এই ব্যপারে কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ স্টেশনে এই ব্যাপারে কোনো মামলা বা সাধারণ ডায়রি দায়ের করা হয়নি।
প্রতিক্ষণ/এডি/সাই