ভ্যাটের হার কমানোর দাবি ব্যবসায়ীদের
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম.
সব ক্ষেত্রে একই রকম ভ্যাট না রেখে হ্রাসকৃত হারে ভ্যাট ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ দাবি তুলে ধরেন।
আগামী জুনের শুরুতে পরবর্তী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্টদের সাথে বুধবার আলোচনায় বসে।
১৫টি ব্যবসায়ী সংগঠন ওই আলোচনায় অংশ নেয়। রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। আলোচনায় বিদ্যমান আয়করের বোঝা না বাড়িয়ে আওতা বাড়ানো এবং কিছু ক্ষেত্রে শুল্ক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ অভিযোগ করে বলেন— কর্মকর্তারা ব্যবসায়ীদের অবৈধ অর্থ দেয়ার প্রস্তাব দেন। তিনি হরতাল অবরোধে ব্যবসায়ের ক্ষতির বিষয়টি তুলে ধরে ভ্যাট আদায়ের বিষয়ে নমনীয় হওয়ার আহ্বান জানান।
মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধি বলেন—বর্তমানে ৭ হাজার মুদ্রণশিল্প থাকলেও এর মধ্যে ২ হাজার শিল্পেরও ভ্যাট নিবন্ধন নেই। কিন্তু বাকিরাও কর্মকর্তাদের ঠিকই অবৈধ অর্থ প্রদান করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এনবিআর সদস্য ফরিদ উদ্দীন বলেন—ভ্যাটের হার কমানোর বিষয়ে দ্বিমত করি না। কিন্তু ব্যবসায়ীদের কমপ্ল্যায়েন্স লেভেল বাড়াতে হবে।
প্রতিক্ষণ/এডি/পাভেল