মগবাজারে দগ্ধ ১ জনের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

dogdhoনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

রাজধানীতে মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন।

নিহতের নাম আবুল কালাম (২৮)। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আবুল কালামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের প্রধান অধ্যাপক শাহ আলম ভূঁইয়া।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় বাস থেকে নামার সময় আবুল কালামকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কালামের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কালামের অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রতিক্ষন/এডি/জাফর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G