টেকনাফে ১৪৩ বোতল বিদেশী মদ ও ২০৫ ক্যান বিয়ার সহ সিএনজি জব্দ

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

মঙ্গলবার আনুমানিক ১টা ৩০ মিনিটে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ বাজার শাপলা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সাবরাং হতে টেকনাফ বাজারের দিকে একটি সিএনজি আসতে দেখা যায়। সিএনজিটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সিএনজি ড্রাইভার ও পাচারকারী সিএনজিটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী চালিয়ে ৮টি নীল রংয়ের বস্তা হতে ১৪৩ বোতল বিদেশী মদ (গ্রান্ডরয়েল) এবং ২০৫ ক্যান বিয়ার (আন্দামান ও ডায়াব্লো) জব্দ করা হয়। জব্দকৃত সিএনজি, বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ কাস্ট কার্ড নিশ্চিত করেছে।

সূত্র : টেকনাফ কোস্ট কার্ড (পূর্ব জোন)

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G