মঙ্গল গ্রহে রোবটের সেলফি

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

robertসেলফির জ্বরে দুনিয়া এখন কাঁপছে। ফেসবুকে গেলেই টের পাওয়া যায় সেলফির জ্বরের কাঁপুনি। আর এই জ্বর থেকে রোবটও রেহায় পায় নি।

সম্প্রতি মঙ্গল গ্রহের বুক থেকে নিজের নতুন সেলফি তুলে পাঠালো নাসার কিউরিওসিটি রোভার। নিজের সাত ফুট লম্বা ইনবিল্ট রোবোটিক হাতকেই সেলফি স্টিক হিসেবে ব্যবহার করেছে মার্স রোভার।

লালগ্রহের পাথর ‘বাকস্কিন’ ড্রিল করতে করতে নিজের সেলফি তুলেছে কিউরিওসিটি। গত ৫ অগাস্ট নিজের এক ডজন ছবি তুলে কিউরিওসিটি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G