মঙ্গলে বসবাসের অভিজ্ঞতা

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৬ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

150829023741_hawaii_640x360_afp_nocredit

মঙ্গল গ্রহে বসবাসের অনুশীলন করতে একদল অভিযাত্রী জনমানবশূন্য পরিবেশে এক বছর কাটিয়ে ফিরে এসেছেন। ছয় জনের এই দলটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে বিশেষভাবে তৈরি একটি গবেষণাগারে ২০১৫ সালের ২৯ আগস্ট থেকে বাস করছিলেন।

পুরো একটি বছর অভিযাত্রী দলটি মুক্ত বাতাস, তাজা খাবার ও ব্যক্তিগত গোপনীয়তা উপভোগ করতে পারেননি। বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী এক থেকে তিন বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষবাহী রকেট পাঠানো সম্ভব হবে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার অর্থায়নে ঐ পরীক্ষামূলক গবেষণার সমন্বয় করে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়।

গবেষণায় অংশ নেওয়া ছয় জনের মধ্যে ছিলেন একজন ফরাসি অ্যাস্ট্রো-বায়োলজিস্ট, একজন জার্মান পদার্থবিজ্ঞানী এবং চারজন আমেরিকান– একজন পাইলট, একজন আর্কিটেক্ট, একজন সাংবাদিক এবং একজন মৃত্তিকাবিজ্ঞানী।

160829050802_nasa_mars_crew_simulation_640x360_ap_nocredit

পুরো বছর ধরে দলটিকে বেঁচে থাকতে হয়েছে সীমিত সম্পদের ওপর নির্ভর করে। তারা বিশেষভাবে তৈরি একটি ডোমের মধ্যে বাস করতেন। বাইরে যেতে হলে স্পেস স্যুট পরে যেতে হতো। তাদের বিছানা ছিল ছোট। খাবারের মধ্যে ছিল পনিরের গুড়ো এবং টিনে ভরা টুনা মাছ।

ফ্রান্সের অ্যাস্ট্রো-বায়োলজিস্ট সিপেরিয়ে ভার্সো বলেন, ‘এই অভিজ্ঞতার পর তার মনে হয়েছে, মঙ্গলগ্রহের মানুষের অভিযানের সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল। এই কাজে যেসব কারিগরি বা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয় সেটাও দূর করা যাবে বলে আমার মনে হয়।’

মিশনটির প্রধান কারমেল জনস্টন বলেন, ব্যক্তিগত গোপনীয়তার অভাব ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এটা অনেকটা সেই সব রুমমেটের মতো যারা কখনই ঘর ছেড়ে যায় না। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G