মজার কিছু তথ্য

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Funny informationদারুণ এই পৃথিবীটার কতখানিই বা জানি আমরা? সত্যি বলতে কি, বেশিরভাগটাই আমাদের অজানা। অদ্ভুত এই পৃথিবীটার মজার মজার সব জানা-অজানা নিয়ে আমাদের এই ফিচার। কমপক্ষে ১০টি ব্যাপারও যদি আপনার জানা থাকে, বুঝতে হবে পৃথিবী সম্পর্কে বেশ অনেকটাই জানেন আপনি! যেমন আপনি জানেন কি, বারবি পুতুলের পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস? কিংবা চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য কমে যায়?

  • লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।
  • বাজারে পাওয়া যাওয়া বারবি পুতুলের পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।
  • পিঁপড়েরা কখনো ঘুমায় না।
  • জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
  • চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।
  • আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।
  • একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
  • শিশুরা হাঁটুর বাটি আকৃতির হাড় যেটাকে মালাইচাকি বলে সেটি নিয়ে জন্মায় না।
  • ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।
  • প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
  • চোখ খলা রেখে নাক ডাকা সম্ভব না।
  • হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।
  • পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।
  • শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
  • মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
  • নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
  • পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরন তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
  • হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
  • অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হতো।
  • কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
  • মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগতো।
  • বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
  • শুক্র একমাত্র গ্রহ যেটা ঘড়ির কাটার দিকে ঘোরে।
  • মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না।
  • ভুমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।
  • আঙুলের ছাপের মতন প্রত্তেক মানুষের জিহবার ছাপও ভিন্ন হয়।
  • ঝামা পাথর হল একমাত্র পাথর যা অনেক সময় পানির উপর ভাসে।
  • প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
  • মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।
  • মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুন দ্রুত বাড়ে।
  • ১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
  • সিগারেটের লাইটার, ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল।
  • ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাতার কাটতে পারে

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G