মদ খেয়ে মাতাল ছাগল !
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
কথায় আছে ছাগলে কি না খায় ! তাই বলে মদ !
হ্যাঁ, এমনই ঘটেছে ভারতের আহমেদাবাদের মেহসানা জেলার খেরালু শহরে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে বেআইনি মদের আখড়া ভাঙতে গিয়েছিল পুলিশ। সে সময় মদের বোতল ভেঙে ফেলে পুলিশ। সেই মদ গড়িয়ে পড়েছিল রমেশ পাটনি নামে এক ব্যক্তির ছাগলের খামারে।
ওই খামারে ৪০টি ছাগল ছিল। ছাগলগুলো গড়িয়ে পড়া মদ খেয়ে ফেলে এবং তারা মাতাল হয়ে যায়। পরে সেগুলোর মধ্যে ৪টি ছাগল অজ্ঞান হয়ে পড়ে। ছাগলগুলো প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত অচেতন ছিলো।
ছাগলের মালিক রমেশ পাটনি তাদের বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় পশু হাসপাতালে ভর্তি করে। পরে ছাগলগুলো ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়।
পাটনি জানান, ভালো স্বাদ পেয়ে মদ খেয়ে ফেলে ছাগলগুলো। এরপরই তিনি বুঝতে পারেন মদের নেশায় বুঁদ হয়ে পড়েছে ছাগলগুলো।
স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর এসএইচ বাওয়া জানিয়েছেন, ওই মদের আখড়াটি ভাঙার সময় খেরালু থানার পুলিশ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটসহ বেশকিছু উচ্চপদস্থ কর্মকর্তাও হাজির ছিলেন।
তিনি জানান, মদের বোতলগুলো রোড রোলার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সময়ই মদ খামারে গড়িয়ে পড়তে পারে।
এই গোটা বিষয়ের জন্য খেরালুর রিজিওনাল অফিসার এনএস গাধভি পুলিশের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন। সুত্র: ওয়েবসাইট।
প্রতিক্ষণ/এডি/আরেফিন