মধুখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৫
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কাজিররাস্তা নামক স্থানে বেনাপোল থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২১০২) সঙ্গে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-২৩৬৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ ব্যক্তি নিহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অাবুল কালাম অাজাদ জানান, শুক্রবার মধুখালীর সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
প্রতিক্ষণ/এডি/রন