মধ্য সেনেগালে বাসের সংঘর্ষে নিহত ৪০
আন্তর্জাতিকে ডেস্ক
মধ্য সেনেগালের কাফরিনের কাছে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছে। সেনেগালের সেন্ট্রাল কাফ্রিনের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জরুরি বিভাগ জানিয়েছে।
রবিবার ভোর ৩টা ১৫ মিনিটে ১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেছেন, দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন এবং তিন তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
ফায়ার ব্রিগেড জানিয়েছে, ৬০ আসনের ধারণক্ষমতার বাসটি মৌরিতানিয়া সীমান্তের কাছে রোসোর দিকে যাচ্ছিল, আরোহীদের সংখ্যা অজানা।
ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেখ ফল এএফপি বার্তা সংস্থাকে বলেন, “এই ঘটনায় ৮৭ জন আহত হয়েছেন এবং এটি একটি গুরুতর দুর্ঘটনা ছিল।”
তিনি বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাসগুলি তখন থেকে পরিষ্কার করা হয়েছে এবং স্বাভাবিক যানবাহন আবার শুরু হয়েছে।
সূত্র : আল-জাজিরা