মনে কি পড়ে ওদের কথা?
শারমিন আকতার:
দেখুনতো, মনে পড়ে কিনা এ দুজনের কথা? স্বামী-স্ত্রী দুজনে রানা প্লাজা ভবনের গার্মেন্টন্সে চাকরী করতো। দুজনের আয়ে ভালোই চলছিল তাদের সুখের সংসার। প্রতিদিনের মতো ২৪ এপ্রিলও একসাথে গার্মেন্টন্সেে এসেছিল। একবারও কি ওরা স্বপ্নেও ভাবতে পেরেছিল আজ ওরা দুজনে খবরের বিষয় হবে? এ চরম নির্মম ছবিটি দেখে বোঝাই যায়, অনেক চেষ্টা করেছিল দুজনে ঐ ভগ্নস্তুপ থেকে বের হতে।শেষে ক্লান্তির কাছে পরাজিত হয় দুজনে। আমরা জানি না ওদের নাম, দুচোখ জুড়ে কী ছিল ওদের স্বপ্ন! সেদিন কি একসাথে ঘুরে বেড়ানোর কথা ছিল? তাও জানি না! তবে দেখলাম সভ্যতার মুখে এক অসহায় দম্পতির নিরব প্রতিবাদ। যারা হৃদয়বান, আশা করছি তারা ঠিকই ওদের দেখে কিছু পরিবর্তন আনতে পারবেন নিজের চিরাচরিত মানসিকতার। মাথা উঁচু করে একটু হলেও তাকাতে সাহস পাবেন অত্যাচারীর দিকে। এরপর তার বাড়ানো হাতটি দুমড়ে-মুচড়ে ভেঙে দিয়ে বলে দেবেন এ কথাটি, ‘যা ওরা করে যেতে পারেনি; আজ থেকে তা আমাদের মধ্য দিয়ে শুরু হল’। দেখি কতজন জেগে উঠতে পারেন। তবেই থামবে রানা প্লাজার ভেতরে দম বন্ধ হওয়া অসংখ্য মানুষের আর্তনাদ আর অসহায় কান্নার গুমট আত্মচিৎকার।
=========