মন্ডফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার চোখের অস্ত্রোপচার

প্রকাশঃ আগস্ট ১০, ২০১৭ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চোখের সফল অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৩টায় এ অস্ত্রোপচার হয়।

তার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান একথা জানান। বেগম জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুর সাত্তারও অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন। লন্ডনের মন্ডফিল্ড হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগেও এ হাসপাতালে বেগম জিয়ার চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল। এবিএম আব্দুর সাত্তার বেগম জিয়ার পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে প্রথমে হিলটন হোটেলে উঠেছিলেন তিনি। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর লন্ডনে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর একবার তিনি লন্ডন যান। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। উল্লেখ্য, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একাধিক মামলায় হুলিয়া নিয়ে প্রায় ১০ বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G