মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘নির্বাচন ও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেয়া যায়নি, এখন সময় এসেছে আলাপ-আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়া যাবে।
রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সামগ্রিকভাবে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে দাবী করে তিনি বলেন,বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলা চলে।
রওশন বলেন,এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে। জাতীয় পার্টি এই নির্বাচনে কতগুলো ভোট পেয়েছে,সেটা মুখ্য নয়। দীর্ঘ ২৫ বছর পর সিটি নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়ে জনগণের দোরগোড়ায় গিয়েছে, ভোট পেয়েছে, মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বেড়েছে, এটাই বড় কথা।’
তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যায় তারা নানা অজুহাত তোলে। বিএনপি সে রকম অজুহাত তুলেছে। তারা বলেছে, নির্বাচন সুষ্ঠু হয়নি, ভোট কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, এজেন্টদের বের করে দিয়েছে। এতে কোনো লাভ হয়নি।
এ সময় দেশের অর্থনীতির অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতায় জাতীয় পার্টির ভূমিকারও প্রশংসা করেন তিনি ।
প্রতিক্ষণ/এডি/মেহেদী