মন্ত্রীর পানির বোতলে সাপ!

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

botolভারতের ছত্রিশগড়ের এক অনুষ্ঠানে দুই মন্ত্রীর পানির বোতলে সনাক্ত হয় সাপের বাচ্চা। বুধবার ভারতীয় জনতা পার্টি বিজেপি’র একটি সেমিনারে অংশগ্রহণ করে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও স্থানীয় মূখ্যমন্ত্রী ডাক্তার রামন সিং।

মন্ত্রীর দলের একজন নারী চিকিৎসক বোতলের ভেতর সাপের বাচ্চা সনাক্ত করে। পরিবেশন করার আগে প্রতিটি খাবার তিনি পরীক্ষা করে নিচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পানির বোতলটি সরিয়ে নেয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সেমিনারে জন্য আমন অ্যাকোয়া নামের কোম্পানীর কাছ থেকে ২০ টি পানির বক্সের অর্ডার করা হয়।

পানির কোম্পানীর মালিক সৈয়দ শফিক আমান। যার বাবা বিজেপির রায়পুরের শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আলী আমান।

এ বিষয়ে শফিক আমান বলেন, আমার বিরুদ্ধে এটা এক প্রকারের ষড়যন্ত্র। কারণ বোতলগুলো দেয়ার আগে সিল কাটা হয়েছিল। আর এ সুযোগেই ইচ্ছে করে সেই পানির বোতলে সাপের বাচ্চা রাখা হয়।

এদিকে ওই ঘটনার পর থেকে সকল মিনারেল ওয়াটারের বোতল চেক করার জন্য রাজ্যে সরকার আদেশ জারি করেছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G