মন্ত্রী-এমপি’রা লুটপাটে ব্যস্ত

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

khaleda-ziaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই বর্তমান মন্ত্রী-এমপি’রা লুটপাটে ব্যস্ত। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আয়োজিত ইফতার পার্টিতে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, অবৈধভাবে উপার্জিত অর্থ সুইস ব্যাংকে জমা করছে বর্তমান সরকারের মন্ত্রী-এমপি’রা। খালেদা জিয়া বলেন, বর্তমানে যারা আজ দেশ শাসন করছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই আজকে দেশের এই দুরবস্থা। জনগণের প্রতি তাদের দায়িত্ব নাই।

তিনি বলেন, বিদেশি ব্যাংকে তাদের টাকার অভাব নাই। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বাড়ছে। আর বাংলাদেশের মানুষ দিনে দিনে গরীব হচ্ছে। ঢাকার রাস্তাঘাটে চলা-ফেরা করা যায় না। তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে আমরা যেমন একত্রিত হয়েছি। তেমনিভাবে আমরা যেন সবাই মিলে দেশ এবং দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে একত্রে অবস্থান করতে পারি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G