স্মৃতির ইরানির সেই ঘটনায় কর্মকর্তাদের তলব, গ্রেফতার ৪
আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: পোশাক বিপনির ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করার সেই ঘটনায় বিপনিটির শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
তবে গোয়ার ওই দোকানের মহিলা ম্যানেজার এখনও পালিয়ে রয়েছেন বলে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক সংবাদে আজ জানানো হয়েছে।
গতকালই ওই বিপনির চারজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ওই দোকানটিও বন্ধ করে দেওয়া হয় বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়।
এদিকে গোয়ার পুলিশ সুপার কার্তিক কশ্যপ জানিয়েছেন, শনিবার ফ্যাবইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেফতার হওয়া চার কর্মীর ব্যাপারে তদন্ত চলছে।
গতকাল (শুক্রবার) ভারতের গোয়া রাজ্যের কান্দোলিমে ফ্যাবইন্ডিয়া নামে জনপ্রিয় এই পোশাকের দোকানের ড্রেসিং রুমে গোপন ক্যামেরার উপস্থিতি টেড় পান মন্ত্রী স্মৃতি ইরানি।
এরপর কালবিলম্ব না করে তিনি আইনের আশ্রয় নেন। গোয়ার বিধানসভার সদস্য বিজেপি নেতা মাইকেল লোবোকে বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেন লোবো।
লবো জানান, গোপন ক্যামেরাটি ড্রেসিং রুমটির দিকে রাখা ছিল। এটি চোখে পড়াটাও সহজ ছিল না।
এ ঘটনায় স্মৃতি ইরানির একটি বিবৃতির প্রেক্ষিতে পোশাকের দোকান ফ্যাবইন্ডিয়া অনুসন্ধান চালাচ্ছে স্থানীয় পুলিশ।
প্রতিক্ষণ/এডি/এআই