মমিনুলের রানে ফেরার ইঙ্গিত, স্কোর ৮২/২

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০২২ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেষ্টে ওপেনিং ‍জুটি কুয়াশাতে হউক আর ভারতীয় বোলারদের দাপটে হউক লম্বা ইনিংস গড়তে পারেনি। অতীতের একটা সময় ছিল বড় দল গুলো কুয়াশার সকালে ৫ স্লিপ নিয়ে পেস আক্রমণ শুরু করে। আর দ্রুত বাংলাদেশ টপ অর্ডার সাঁজ ঘরে ফেরত যায়। এবার ওপেনিং জুটি দ্রুত ফেরত গেলেও দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আর মমিনুল হক টিকে থাকলেন।

লাঞ্চ অবদি স্কোর ৮২/২, ওপেনিং জুটিতে নামা নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে আশ্বিনের বলে এলবি’র ফাঁদে পড়লেন। আর আরেক ওপেনার যিনি চট্টগ্রামে ১ম টেষ্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিরেন, সেই জাকির হোসেন সকাল থেকেই বল বুঝে উঠতে পারছিলেন না।

জাকির বার বার বলের লাইন মিস করছিলেন। পেসার উনাকাতের বলে স্লিপে যেভাবে ক্যাচ দিলেন জাকির তাতে পরিস্কার তিনি বল বুঝতে পারেননি। পারলে বল জাকিরের গ্লাভসে লেগে হেলমেটে আঘাত করে স্লিপে যেত না।

এরপর তো সাকিব আর মমিনুলের টিকে থেকে রান জমা করার যুদ্ধটা লাঞ্চ পর্যন্ত চলেছে। সাকিব ১৬ আর মমিনুল হক ২৩ রানে ব্যাট করছেন।

চট্টলা টেষ্টে বাদ পড়া মমিনুল আজ রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G