ক্রীড়া ডেস্ক
পেনাল্টি শুট আউটে স্পেনের মতো প্রতিষ্ঠিত ফুটবল শক্তিকে হারিয়ে দেবে মরক্কো! এটা অনেকেই হয়তো ভাবতে পারেনি, কিন্তু মরক্কোর গোলরক্ষক ইয়াসিনের কল্যাণে সেটা সম্ভব হয়েছে। মরক্কোর শুট হয়েছে ৪টি, ১টি মাত্র মিস করেছে মরক্কো। স্পেন তিনটি শুট করেছে, তাতে তিনটিই মিস!
সাবেক বিশ্বকাপ শিরোপা জেতা স্পেনের বিপক্ষে ৯০ মিনিট আর অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিট টানা মাথার ঘাম পায়ে ফেলতে দেখা গেল মরক্কোর ইয়াসিনকে। যার কারণে মরক্কো ড্র ফলাফল নিয়ে স্পেনের বিপক্ষে পেনাল্টিতে যেতে পেরেছে।
তিনি কতটা দুর্দান্ত তা তার পেনাল্টি কিক আটকানো না দেখলে বোঝা কঠিন। কিকের লাইন মিস হবার তো প্রশ্নই উঠে না, এর সঙ্গে ফুটবলাদের ধোকা দেবার চেষ্টাও বিফলে গেছে পর পর তিন বার। এই বিশ্বকাপে এই ঘটনা দ্বিতীয় বার হলো। গত ম্যাচে নকআউট পর্বেই ক্রোশিয়ার গোলরক্ষক জাপানের তিনটি পেনাল্টি কিক আটকে দিয়েছেন।
এক ইয়াসিনের কারণে মরক্কো প্রথম বার বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনালে খেলবে। মাঠে তখন ইয়াসিনকে কাধে তুলে নিয়ে পুরো দল নাচতে শুরু করেছে।
আর ম্যাচ শেষে কোচ ইয়াসিনকে বুকে জড়িয়ে ধরে রাখলেন অনেকটা সময়। পুরো স্টেডিয়ামের মরক্কো-বাসীর চোখে আনন্দের কান্না।
ইয়াসিন বললেন, আলহামদুল্লিলাহ। আমাদের মিশন সফল হয়েছে। চেস্টা ছিল. বিশ্বাস ছিল পারব।’