মস্তিষ্কের গঠন বদলে দেয় জন্ম নিয়ন্ত্রণ বড়ি
আন্তর্জাতিক ডেস্ক
বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি বদলে দেয় মস্তিষ্কের গঠন- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এমনটিই উঠে এসেছে।
এই জাতিয় পিল সেবন করা ৯০ জন নারীর ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায়, দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রক পিল নেওয়ার ফলে, তাদের মস্তিষ্কের গঠন বদলে গিয়েছে।
দেখা যায়, মূলত এই ধরণের পিল বা ট্যাবলেটগুলোর মধ্যে একধরণের কৃত্রিম হরমোন থাকে, যা দেহের স্বাভাবিক হরমোনকে নষ্ট করে দেয়। যখন এই ওষুধ সেবন করা হয়, তখনই শুরু হয় এর প্রভাব।
‘হিউম্যান ব্রেন ম্যাপিং’জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, এই পিল সেবনের ফলে, ৯০ শতাংশ নারীরই মস্তিষ্কের ল্যাটারেল অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং পস্টিরিয়র সিগুলেট কর্টেক্স প্রভাবিত হয়। ল্যাটারেল অরবিটোফ্রন্টাল কর্টেক্স মূলত নারীদের অনুভূতি, আবেগকে নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কের পস্টিরিয়র সিগুলেট কর্টেক্স-এর মূল কাজই হল অন্তর্মূখী ভাবনা, ব্যক্তিগত স্মৃতিচারণা ও ভবিষ্যত পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করা।
আর মস্তিষ্কের এই দুই জায়গার যদি গঠনের পরিবর্তন হয়ে যায়, তাহলে, খুব সহজেই মানুষ অহেতুক টেনশনে ভোগে, বেড়ে যায় বিষন্নতাও।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে যে সমস্ত নারী এই ধরণের ওষুধ খান, তারা মানসিক অস্থিরতা, অবসাদে ভোগেন। তবে গবেষণা থেকে এখনও এটা বোঝা যায়নি যে, মস্তিষ্কে এই প্রভাব, পরিবর্তনটা সাময়িক না স্থায়ী।
প্রতিক্ষণ/এডি/এআই