মহাকাশের পথে ‘ডিসকভার’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

US-SpaceXযুক্তরাষ্ট্রের একটি ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান জলবায়ু পর্যবেক্ষণের জন্য মহাকাশে উপগ্রহ পাঠিয়েছে। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি, বা ডিসকভার নামের স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপনের জন্য বুধবার ফ্লোরিডা থেকে যাত্রা করেছে একটি স্পেস এক্স ফ্যালকন রকেট।
সূর্য থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান নেবে ডিসকভার। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডল বিভাগের হয়ে সূর্য এবং পৃথিবীর ওপর নজর রাখবে স্যাটেলাইটটি। প্রথম দফায়, একটি সৌরঝড়ের ছবি এবং তথ্য সংগ্রহ করবে উপগ্রহটি।

এছাড়াও মহাকাশ থেকে সার্বক্ষণিকভাবে পৃথিবীর ছবি তোলাসহ বিভিন্ন ভূ-চৌম্বক ঝড়ের পূর্বাভাস দিতে পারবে এটি। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের কথায় অনুপ্রাণিত হয়ে এই প্রকল্প হাতে নেয় ইউ এস স্পেস কোম্পানি।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G