মহাকাশে অনুষ্ঠান

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

Space

মানুষ মানুষের ভালবাসা এমনই এক জন পরপারে পাড়ি জমালে অন্য জন তাকে  ভুলে না গিয়ে স্মরণ করে জানান দেয় বন্ধুর প্রতি বন্ধুর ভালবাসার।

প্রায়াত বন্ধু বা সহর্কীকে অনেকেই অনেকভাবে শ্রদ্ধা জানিয়ে থাকেন। তবে এবার প্রয়াত বন্ধু ও সহকর্মীকে শ্রদ্ধা জানাতে এক অভিনব অনুষ্ঠান করে সাড়া ফেলে দিয়েছেন এক মহাকাশচারী।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রয়াত সহকর্মীর জন্য ব্যাগপাইপ বাজিয়ে স্মারক অনুষ্ঠান পালন করলেন মহাকাশচারী।

এই ছোট আনুষ্ঠানিকতায় প্লাস্টিকের তৈরি এক বাঁশি বাজিয়ে অন্যরকম আবহ তৈরি করেন মহাকাশবিজ্ঞানী কেজেল লিন্ডগ্রেইন। এর মধ্য দিয়ে গত মাসে প্রয়াত মহাকাশ গবেষক ভিক্টর হার্স্টকে শ্রদ্ধা জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G