মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধ

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

cowভারতের মহারাষ্ট্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো গরুর মাংস। গরু জবাই, মাংস বিক্রি বা মাংস রাখা আইনে দণ্ডনীয় অপরাধ।

এ জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা অনলাইন।

এদিকে ১৩ শতাংশ মুসলিম জনবসতির এই অঞ্চলে গরু জবাই, মাংস বিক্রি বা মাংস রাখা নিষিদ্ধ করায় সমালোচনার ঝড় উঠেছে। ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে এই আইন কার্যকর হওয়ায় উদারপন্থী হিন্দুরাও নাখোশ। তাদের মতে, এ ধরণের আইন বাস্তবায়ন অসংখ্য মুসলিম জনগোষ্ঠির ওপর নির্যাতনের শামিল।

মহারাষ্ট্রে ক্ষমতায় আছে যে হিন্দুত্ববাদী বিজেপি ও শিবসেনার জোট, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও রাজ্যের গোমাংস ব্যবসায়ী সমিতি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসের রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়। বরং এটি ব্যক্তির উপরই ছেড়ে দেয়া উচিত।

কোলকাতার সমাজবিজ্ঞানী ড: রণবির সমাদ্দার বলেন, এটা ব্যক্তিগত খাদ্যাভ্যাসও বটে আবার সম্প্রদায়ের সঙ্গে জড়িত।

তিনি বলেন, ভারতে শুধু মুসলমানরাই গরুর মাংস খান তা নয়। অনেক মুসলমান গরুর মাংস খাননা। অনেক অমুসলিম সম্প্রদায় যেমন কেরালায় এলভাসরা গো-মাংস খান। উত্তর-পূর্বে খ্রিস্টান কিছু ধর্মাবলম্বী গোমাংস খান।

তিনি আরো বলেন, এসব বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়। যতদূর সম্ভব ব্যক্তির পছন্দের উপর ছেড়ে দেয়া উচিত বলে মনে করেন তিনি।

সমাদ্দার বলেন ষাটের দশকে সাধু সন্তরা গো-মাংস বন্ধ করতে আন্দোলন করেছিলো কিন্তু পরে তা কমে এসেছে। এখন আবার হিন্দুত্ববাদী সরকার থাকায় হয়তো সেটি মাথাচাড়া দিয়ে উঠছে।

মহারাষ্ট্র ভারতের অন্যতম জনবহুল রাজ্য। এখানে হিন্দু জনসংখ্যাই বেশি। হিন্দুদের কাছে গরু পবিত্র প্রাণি। দীর্ঘদিন ধরে এ রাজ্যের হিন্দুরা গরু জবাই নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হলো। অবশ্য এর আগেই ভারতের কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মঙ্গলবার গরু জবাই নিষিদ্ধসংক্রান্ত বিল অনুমোদন করায় তা আইনে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে মহারাষ্ট্রের বিধানসভায় বিলটি পাস হয়। কিন্তু তা অনুমোদনের জন্য এর আগে কখনো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি। ফলে তা সেভাবেই পড়ে ছিল। অবশেষে মঙ্গলবার ২০ বছরের জট ছড়িয়ে দিলেন প্রণব মুখার্জি।

তবে গরু জবাই নিষিদ্ধ করা হলেও মহিষ জবাইয়ে কোনো নিষেধাজ্ঞা রাখা হয়নি। রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস। এক টুইটে তিনি লিখেছেন, ‘গরু জবাই নিষিদ্ধ করার স্বপ্ন আজ পূরণ হয়েছে আমাদের’।

মহারাষ্ট্রের রাজ্যসভায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি ও শিবসেনা জোট সরকার। স্থানীয় এই সরকারের অধিকাংশ বিধায়ক গরু জবাই নিষিদ্ধকরণ আইনের পক্ষে রয়েছেন।

প্রতিক্ষণ /এডি/মারুফা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G