মাংসখেকো গাছ!
প্রতিক্ষণ ডেস্কঃ
আমরা যারা এডভেঞ্চার সিনেমা দেখি বা থ্রিলার বই পড়ি, তাদের কাছে মানুষখেকো গাছ খুবই পরিচিত একটি বিষয়। আপনি গভীর অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার পাশের গাছটি তার শাখা-প্রশাখা বিস্তৃত করে আপনাকে টেনে নিয়ে খেয়ে ফেলার চেষ্টা করছে! এমনটাই আমরা কল্পনা করি মানুষখেকো উদ্ভিদ সম্পর্কে। তবে বাস্তবে বিজ্ঞানীগণ মানুষখেকো উদ্ভিদ বলে কোন কিছুর সন্ধান পাননি। তবে বাস্তবে সত্যিই পৃথিবিতে রয়েছে মাংসখেকো গাছ যারা ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এদেরকেই বলা হয় মাংসখেকো গাছ।
মাংসখেকো উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উদ্ভিদ হলো কলস উদ্ভিদ, ফ্লাইপেপার ট্র্যাপ, ব্লাডার ট্র্যাপ, লবস্টার-পট ট্র্যাপ, ভেনাস ফ্লাইট্র্যাপ ইত্যাদি। সাধারণত যেসব এলাকার মাটিতে পুষ্টি উপাদান কম এবং মাটি ভেজা থাকে সেখানে এই উদ্ভিদগুলোকে জন্মাতে দেখা যায়। মাটি থেকে পুষ্টি না পাওয়ায় এর অভাবটা এরা পোকামাকড় খেয়ে মিটিয়ে থাকে। এশিয়ার কিছু দেশে মাংসখেকো কিছু গাছের দেখা মিললেও দক্ষিণ আমেরিকাতে মাংসখেকো উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়।। এই উদ্ভিদগুলো পোকামাকড়কে ধরার জন্য নানা ধরনের ফাঁদ পাতে।
কলস উদ্ভিদের কথাই বলা যাক। এই গাছটি দেখতে অনেকটা কলসের মতো। এই কলসের উপরের দিকে ফুলের মতো দেখতে লাল রঙের চমৎকার একটি অংশ থাকে। এই অংশে মধুর মতো রস নিংসৃত হয় যা পোকামাকড়কে আকৃষ্ট করে। মধুলোভী পোকামাকড় এই কলসের ওপরে বসে মধু সংগ্রহ করতে গেলেই ঘটে যায় বিপত্তি। কারণ পিচ্ছিল কলসের ওপর বসার কিছুক্ষণের মধ্যেই সে পা পিছলে কলসের মধ্যে পড়ে যায়। এরপর কলসের ভেতরের এক ধরনের রস এসে পোকাটিকে আটকে ফেলে। তারপর কলস উদ্ভিদ আরো কিছু রসের সাহায্যে পোকাটাকে হজম করে ফেলে।
আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় মাংসখেকো উদ্ভিদ ভেনাস ফ্লাইট্র্যাপ অনেক দেখা যায়। উদ্ভিদগুলো প্রায় এক ফিটের মতো লম্বা হয়। ভেনাস ফ্লাইট্র্যাপের পাতাগুলো দেখতে অনেকটা মুখের চোয়ালের মতো। এই পাতাগুলো তিন থেকে ছয় ইঞ্চির মতো লম্বা হয়। এতে ছোট ছোট অনেক লোম থাকে। পোকামাকড় যদি কখনো এই পাতার ওপর বসে তাহলে এই পাতা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। কারণ ভেনাস ট্র্যাপের পাতা খুবই সংবেদনশীল। তাই আধ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সে তার পাতা বন্ধ করে ফেলতে পারে। ঠিক এই সময় আবার পাতার লোমগুলোও পোকাকে বাইরে বের হতে বাধা দেয়। ফলে পাতার মাঝখানে পোকা আটকা পড়ে। পাতা থেকে বিশেষ এক রস বের হয়ে পোকাকে হজম করতে শুরু করে। এভাবে একটা পোকা হজম করতে ভেনাস ট্র্যাপের ১০ দিনের মতো সময় লাগে।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া