প্রতিক্ষণ ডেস্ক
পছন্দের একটি খাবার মাখন। সকালের নাস্তায় পাউরুটির সাথে মাখন খেতে ভালবাসেন অনেকেই। এছাড়াও বিভিন্ন রকমের রান্নায় রয়েছে মাখনের ব্যবহার। এতদিন পর্যন্ত মাখনকে আমরা শুধু খাদ্যদ্রব্য হিসেবেই দেখে এসেছি। খাবার ছাড়াও যে এর ব্যতিক্রমী কিছু ব্যবহার রয়েছে সে সম্পর্কে জানেন কি? চলুন আজ জেনে নিই মাখনের সেই অজানা গুণগুলোর কথাঃ
১. চুইংগাম দূর করতে
ভুলবশত চুলে চুইংগাম লেগে গেলে তা দূর করতে ব্যবহার করুন মাখন। চুলের যেখানে চুইংগাম লেগেছে, সেখানে অল্প কিছু মাখন দিয়ে ঘষে নিন। চুইংগামতো উঠবেই; সেই সাথে চুলের কন্ডিশনিং করার কাজটাও হয়ে যাবে।
২. দুর্গন্ধ দূর করতে
রান্নার জন্য মাছ বা মাংস কাটার পর হাতে দুর্গন্ধ দেখা দেয়। এই দুর্গন্ধ দূর করতে মাখন খুব কার্যকরী। হাতে কিছু মাখন নিয়ে ঘষুন। তারপর কসুম গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখবেন হাত থেকে গন্ধ একেবারে চলে গেছে। এই পদ্ধতিতে থালা-বাসনের দুর্গন্ধও দূর করা যায়।
৩. কালির দাগ দূর করতে
কাপড়ে কালির দাগ লাগলে তা দূর করা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে। নিশ্চিন্তে থাকুন। কারণ, এই কালির দাগ দূর করে দেবে মাখন। কালির দাগের ওপর মাখন ঘষে নিন। মাখন শুকাতে দিন। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. আঠা দূর করতে
গাম বা আইকা দিয়ে কাজ করার সময় তা হাতে লেগে গেলে মাখন নিয়ে দুই হাতে ঘষুন। তারপর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৫. জুয়েলারির জট খুলতে
অনেক জুয়েলারি একসাথে রাখার কারণে একটি আরেকটির সাথে মাঝেমাঝে জট লেগে যায়। এছাড়া গলার হারেও অনেক সময় গিঁট লেগে যায়। এসব জট খুলতে সাহায্য করে মাখন। জটের স্থানে মাখন লাগিয়ে নিন। দেখবেন খুব সহজেই জট খুলে গেছে। তারপর হালকা সাবান পানি দিয়ে জুয়েলারিটি ধুয়ে ফেলুন।
প্রতিক্ষণ/এডি/এফটি