মাগুরায় মায়ের করা মামলায় ছেলে কারাগারে

প্রকাশঃ অক্টোবর ১৪, ২০২০ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ অপরাহ্ণ

মোঃ ইউনুস আলী: মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত এ.কে.এম মুজিবুর রহমানের স্ত্রী মোসাম্মৎ সুফিয়া খাতুন তার ছোট ছেলে মোহাম্মদ আলী(৩৮) ও তার পুত্রবধু রেবা খাতুন(৩০) কে আসামি করে মাগুরা জেলা আমলি আদালতে মামলা করলে আসামী মোহাম্মদ আলী ১১,১০,২০২০ ইংরেজি তারিখ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলা নং মাগুরা সি,আর, ৬৭৯/২০।

মামলার অভিযোগে সুফিয়া খাতুন উল্লেখ করেন তার মালিকানাধীন স্টেডিয়ামপাড়া দুই তলা বাড়ি টি ছোট ছেলে কৌশলে তার থেকে লিখে নেয় এবং পরবর্তীতে তার বৌমাকে হস্তান্তর করে দেয় এবং তার ছোট ছেলে এবং বৌমা সম্মিলিতভাবে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে এবং সর্বশেষ বাড়ি থেকে বের করে দেয়।
ইতিপূর্বে বিভিন্ন সালিশ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সর্বশেষ নির্যাতিত ঐ মা আদালতের শরণাপন্ন হয়ে উক্ত মামলাটি দায়ের করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G