মাগুরায় এসিআই মটরস এর মেলা
মাগুরায় জাগলা বাজারের এইচ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৯ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে এসিআই কোম্পানির এগ্রিকালচার ট্রাক্টর, হারভেস্টার এবং পিকআপের বাণিজ্যিকভাবে কৃষকদের নিয়ে ট্রাক্টর ও পিকআপের প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন এসিআই কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও এসিআই মোটরসের কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলায় প্রধান আকর্ষণ ছিল কৃষকদের নিয়ে বাস্কেটবল খেলার প্রতিযোগিতা। এসি আই মেলায় ছিল এগ্রিকালচার রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, স্বাস্হ্য পরীক্ষা কেন্দ্র এবং সেলস অনুসন্ধান বুথ।
মেলায় একশোর বেশী কৃষকদের জন্য ট্রাক্টর স্কুল মাঠে চালিয়ে প্রদর্শন করা হয়। মেলায় মেলার প্রধান আকর্ষণ ছিল এসি আই কোম্পানির সোনালীকা ট্রাক্টর ও পিকআপ। মেলা শেষ হবে বিকাল ৫ টায়।