মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক সেমিনার
মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যগে সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. দেবাশিষ বিশ্বা।। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- রাখেন সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকারম হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার সাহা
সেমিনারে সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এক মাস আগে চীন থেকে ৩ জন, ১৫ দিন আগে ইটালি ও বাহারাইন থেকে ৩ জন মাগুরায় এসেছেন।তাদের শরীরে কোন প্রকার করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি। তবে তাদের চলাচল সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে। মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে ২৫০ শয্যা হাসপাতালে ২০টি বেড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৫টি বেডের বিষেশায়িত ওয়ার্ড খোলা হয়েছে। এ ছাড়া মাগুরা মেডিকেল কলেজের ৪ তলা ছাত্রবাসের পুরাটায় করোনা রোগিদের চিকিৎসার জন্য আলাদা প্রস্তুত রাখা হয়েছে। বক্তারা বলেন, সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগিদের অধিকাংশ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া রোগে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার খুব ই কম শতকরা ২ ভাগের নিচে। যে কারনে জনসাধারণকে করোনা ভাইরাস সংক্রমণের কারনে আংতকিত হওয়ার কিছুৃ নেই। সেমিনারে করোনা ভাইরাস নিয়ে আতংকি না হয়ে সাবান দিয়ে ভালভাবে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছনতা ও স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।