মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ৯
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় শ্রমিকবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- অরুণ(৬০), মাহমুদ(১৫), হাসান (২৩), ইয়ারুল(২৫), ফারুক(৩৫), নাজমুল (৩৫), মইনুল(৪০), ইলিয়াস (৪০) ও মুক্ত (২২)। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু শ্রমিকরা কাজ শেষে ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে ৯ শ্রমিক দগ্ধ হন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শ্রমিকদের শরীরের ৬০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিক্ষণ/এডি/লিটন