মাগুরায় বন্দুক যুদ্ধে ডাকাত সরদার নিহত।
মাগুরা সদর থানার বরই গ্রামের সুইসগেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মিন্টু গাজী (৩৭) নামে এক ডাকাত সর্দারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান-রাত একটার দিকে বরই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মিন্টু গাজীকে উদ্ধার করে। মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুইটা গুলির কার্তুজ ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ।
মিন্টু গাজী আন্তজেলা ডাকাত দলের সর্দার বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।
প্রতিপক্ষ ডাকাত দলের সাথে গুলিবিনিময়ের সময় মিন্টু গাজী নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।