মাগুরায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
মাগুরা প্রতিনিধি
মনি মালা(৩৩)নামের এক গৃহবধু তার স্বামী পল্লাদ বিশ্বাস(৩৮) এর উপর অভিমান করে গলাই উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটেছে মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে৷
পুলিশ জানায়, মনি মালাকে তার স্বামী পল্লাদ বিশ্বাস সংসারে অভাবের তাড়নাই প্রায়ই মারধর করে আসছিলো৷ ঘটনার এক পর্যায়ে শুক্রবার রাতেও কম বেশি মারধর করে ৷ যে কারনে স্বামীর অপর রাগে অভিমানে সে বাড়ীর পূর্ব পাশেএকটি (জাম্বুরা) লেবু গাছে উড়না পেঁচিয়ে গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করে৷ যা প্রাথমিক তদন্তে পাওয়া যায়৷
গৃহবুর এক মাত্র কন্যা সন্তান প্রীতি বিশ্বাস(৭) বলে আমি পড়তে পড়তে রোজকার মত মায়ের কোলে ঘুমিয়ে পড়ছিলাম৷ পরে আমার বাবা আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে তোর মা মারা গেছে৷তখন থেকে আমি কান্না করছি৷আমি মায়ের কোলে ছাড়া ঘুমতে পারিনা৷ এখন আমি কার কাছে ঘুমবো৷
সালিকা থানা ইনচার্জ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।