মাঝ নদীতে লঞ্চে ফাটল

প্রকাশঃ জুলাই ১৬, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lonchoঢাকা থেকে ছেড়ে আসা ‘পাতার হাট-৫’ নামের একটি লঞ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় আটক করেছে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ।
ঢাকার সদর ঘাট থেকে ভোলার লাল মোহনের উদ্দেশ্যে প্রায় হাজার খানেক যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুর ১ টায় লঞ্চটি ছেড়ে ১০ কিলোমিটার দূরে ধর্মগঞ্জ এসে পৌঁছালে লঞ্চের ফাটল ধরা পরে।
পরে যাত্রীদের হৈ হুল্লা শুনে পাশে থাকা ডকইয়ার্ডে লঞ্চের ফাটলের মেরামত করে বিকাল ৩ টায় আবার ছেড়ে আসে । এই সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন ধলেশ্বরী থেকে লঞ্চটি আটক করে মিরকাদিম নদী বন্দরে নিয়ে আসেন।
পরে বিকাল ৫ টায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান লঞ্চটি পর্যবেক্ষণ করে বলেন, এটি যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ২০০ যাত্রীর বেশি নিয়ে চলতে পারে না।
ঈদ মৌসুমে লঞ্চে ধারণক্ষমতার কয়েকগুণ যাত্রী বহন করা হয় বলে অভিযোগ আছে। পাতার হাট-৫ এর এ ঘটনা সেই অভিযোগকেই সত্যতা দিল। প্রশাসন যে এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকায় তাও প্রমাণিত হলো এ ঘটনায়।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G