মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম
বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ মার্কিন ডলার বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘এখন আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে যা গত বছর ছিল ১ হাজার ১৯০ মার্কিন ডলার।’
তিনি বলেন, ‘এ হিসাব নমিনাল মূল্যের ভিত্তিতে। এ হিসেবে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ১৯৫টি স্বাধীন দেশের মধ্যে ৫৮তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ১৯০ মার্কিন ডলার। ক্রয়ক্ষমতার দিক থেকে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৩৬তম অবস্থানে রয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন