মাথায় তীর নিয়ে ২৪০ কিমি পাড়ি

প্রকাশঃ মে ২১, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

prokash-tir“কৈ মাছের প্রাণ” প্রবাদটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কিন্তু মানুষের যে এমন কৈ মাছের প্রাণ থাকতে পারে তার উদাহরণ দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক যুবক।

মাথায় অর্ধেক গেঁথে থাকা তীর নিয়ে ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছলো এক যুবক। ৩টি জেলা পেরিয়ে যখন ওই যুবক হাসপাতালে ঢোকেন, তখন চোখ কপালে উঠেছে চিকিৎসক ও নার্সদের। অস্ত্রোপচার করে তীরটি বের করে তাকে সুস্থ জীবন ফিরিয়ে দেয়ার চেষ্টা করছেন ডাক্তাররা।

মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার আদিবাসী সম্প্রদায় ভিলদের মধ্যে তীর-ধনুকের ব্যবহার রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বে মাঝেমধ্যেই তীরবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্বে ভিল সম্প্রদায়ের যুবক প্রকাশকে তীর মারে অর্জুন নামে তারই এক আত্মীয়। মাথার অনেকটা গভীরে গেঁথে যায় তীরটি। একটুও ভয় না পেয়ে মাথায় গাঁথা তীর নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করেন প্রকাশ। ধর, বাদওয়ানি ও খরগাঁও জেলা ৩টি পেরিয়ে ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ইন্দোরে হাসপাতালে পৌঁছান প্রকাশ।

চিকিৎসকরা জানান, ব্রেনের কাছের টিস্যু ছুঁয়ে রয়েছে তীরটি। আর সামান্য ভিতরে ঢুকলে ব্রেন নষ্ট হয়ে যেত প্রকাশের।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G