মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স সরকার

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

asad271মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক ব্যবসায়ী যেই দলেরই হোক না কেন সরকারের পক্ষ থেকে তাকে ছাড় দেওয়া হবে না। যারা লোভ ও লালসায় সমাজে মাদক ছড়িয়ে দিচ্ছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার।

বিদ্যমান মাদক আইনে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান মাদক নিয়ন্ত্রণ আইনে বিচার প্রক্রিয়ায় অপরাধীর শাস্তি হতে দীর্ঘ সময় পার হয়ে যায়। মামলার এমন দীর্ঘ জটের কারণে ‍অপরাধীরা কম সাজা ভোগ করে অথবা খালাস পেয়ে যায়।

মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে যুগপযোগী আইন করা হচ্ছে জানিয়ে কামাল বলেন, বর্তমানে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রমাণ স্বরূপ অপরাধীদের শাস্তির বিধান রয়েছে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G