মাদক বিরোধী অভিযানে আটক ৭৬

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ৮:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

full_1808356947_1432612239আসন্ন রমজানকে সামনে রেখে পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ১২ ঘণ্টায় রাজধানীতে আটক হয়েছেন ৭৬ জন।

বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

গত সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক মাদক বিরোধী অভিযান চালানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। এর ৩৬ ঘণ্টা পরই এই অভিযান চালায় ডিএমপি।

উপ-কমিশনার মুনতাসিরুল জানান, রাজধানীর রমনা, শাহবাগ, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, লালবাগ, চকবাজার, কোতোয়ালী, বংশাল, মতিঝিল, পল্টন, মুগদা, শাহজাহানপুর, রামপুরা, যাত্রাবাড়ী, সুত্রাপুর, কদমতলী, তেজগাঁও, শিল্পাঞ্চল, মিরপুর, রুপনগর, পল্লবী, কাফরুল, ভাসানটেক, শাহআলী, দারুস সালাম, উত্তরা-পূর্ব, বিমানবন্দর, দক্ষিনখান, ডিবি দক্ষিণ ও ডিবি পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে মোট ৪৮৯ পিস ইয়াবা, ১১৪ বোতল ফেনসিডিল, ১৪০ বোতল দেশি মদ, ৫ কেজি ১৫ গ্রাম ৩১৪ পুরিয়া গাঁজা, ৩৭০ পুরিয়া হেরোইন, ১৫টি নেশাজাতীয় ট্যাবলেট মাইলস ২- মি.গ্রা. ও ২০০টি এটিবেন ২ মি. গ্রা. উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন উপকমিশনার।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G