মানবিকে ভিকারুননিসায় জিপিএ ৫ পায়নি কেউই

প্রকাশঃ মে ৪, ২০১৭ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ অপরাহ্ণ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় কেউই জিপিএ-৫ পাইনি। এবার এ স্কুল থেকে মানবিক শাখায় ১৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের সবাই পাস করেছে।

প্রাপ্ত ফলের শিট থেকে এই তথ্য জানা গেছে।

এসএসসিতে এ বছর পরীক্ষায় অংশ নেয়নি প্রতিষ্ঠানটির এক ছাত্রী। এই কারণে শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

ভিকারুননিসার অধ্যক্ষ সুফিয়া খাতুন জানান, অসুস্থতার কারণে তাঁর এক ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তালিকায় এ বছর তাঁরা যোগ হননি।

খোঁজ নিয়ে জানা যায়, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এক হাজার ৫৯৬ জন ছাত্রী এসএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করে এক হাজার ৫৯৫ শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় এক হাজার ৩৬৯ জন। এর মধ্যে জিপিএ ৫ পায় এক হাজার ৩১২ ছাত্রী।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ২০৯ জন। তাদের মধ্যে একজন ‘পরীক্ষায় অংশ নিতে পারা’য় ফেল করেছে। এই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন।

প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৩৬৮ জন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G