মানব পাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৮ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

manobবাগেরহাটে মানব পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে এলাকাবাসী ও প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে সনদপত্র জালিয়াতি করে ১৬ জন যুবককে মালয়েশিয়া পাঠায় পাচারকারীরা। কিন্তু ভুয়া কাগজ পত্রের কারণে ইতোমধ্যে ১২ জন যুবক জেল খেটে ফিরে আসে। এই প্রতারক চক্রের কাছে অর্থ ফেরত চাইলে উল্টো আমাদের হয়রানি শিকার হতে হয়।

তারা আরো বলেন, অবিলম্বে মানব পাচারকারী ও প্রতারক চক্রের হোতা হান্নান বিশ্বাস এবং ইউনুস বিশ্বাসকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্থদের অর্থ ফেরতের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই আমরা।

মানববন্ধনে বক্তব্য দেন প্রতারণার শিকার হয়ে বিদেশ ফেরত শহিদুল ইসলাম ব্যাপারী, এনামুল শিকদার, তরিকুল ইসলাম উজ্জলসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G