মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি ব্যাংকিং সেবা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

yuiytuiytদেশের ব্যাংকিং খাত অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো তাদের সেবা নিয়ে সব মানুষের কাছে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কোনো কোনো ব্যাংকের সংখ্যা বেশি হলেও দেশের আর্থিক চাহিদার তুলনায় তা বেশি নয়। দেশে ৫৬টি ব্যাংক থাকলেও ব্যাংকিং সেবা এখনো মানুষের দোড়গোড়ায় পৌঁছেনি। আর্থিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে সব ধরনের ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, ব্যাংকিং খাতে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঝামেলা তৈরি করেছে। সোনালী ব্যাংকের অর্থ ডাকাতি এবং বেসিক ব্যাংকের উচ্চ পদস্থদের অর্থ লুটে ব্যাংক দুটির অবস্থা খারাপ। এই দূরাবস্থা কাটিয়ে ওঠতে সময় লাগছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G