আইনের আশ্রয় নিবে নাগরিক ঐক্য

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nagorik oikkoনাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক এবং অস্বীকার করার মধ্যে গভীর ষড়যন্ত্র কাজ করছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় পরিষদের সদস্য ইফতেখার আহমেদ বাবু।’

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে মাহমুদুর রহমান মান্নার পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নিশ্চিতভাবেই আইন-শৃঙ্খলা বাহিনী মান্নাকে আটক করেছে বলে দাবি করে ইফতেখার আহমেদ বাবু বলেন, ‘মান্নাকে আটক ও পরে অস্বীকার করার ঘটনায় আমরা উদ্বিগ্ন। উনি রাষ্ট্রদ্রোহী কিছু করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগ আনা হোক।

তিনি আরো বলেন, ‘টেলিফোনে কি কথপোকথন হয়েছে তা আমরা সবাই জানি। তিনি (মান্না) নিজেও অস্বীকার করেননি। এই বক্তব্য প্রকাশের মাধ্যমে উনার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হয়েছে। যার যার উদ্দেশ্যকে সামনে রেখে উনার (মান্না) বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা খুব খুশি হতাম যদি সরকার উনাকে আটক না করে তার বক্তব্য খন্ডনের সুযোগ করে দিতেন। কিন্তু সরকার তা না করে আরো ধূম্রজাল সৃষ্টি করেছে।’

একজন নাগরিক সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্র নিয়ে কথা বলতে পারে কি না? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘সেনাবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে তো আওয়ামী লীগ-বিএনপি প্রতিদিনই কথা বলছে। রাজনীতির প্রয়োজনে সবার সঙ্গে কথা বলা দরকার। এখানে উনি রাষ্ট্রদ্রোহী কিছু বলেননি। এর সঙ্গে এক এগারোর বা অন্য কোনো ষড়যন্ত্রের আবিষ্কার দূরভিসন্ধিমূলক।’

ইফতেখার আহমেদ বলেন, ‘উনি অন্যায় করলে আপনাদের সামনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ঘোষণা দিতেন না। উনার মধ্যে সৎ সাহস ছিল বলেই, উনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।’

বাবু বলেন, ‘আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। এ অবস্থায় মান্নাকে গ্রেপ্তার এবং অস্বীকার করার মধ্যে কোন গভীর ষড়যন্ত্র আছে কি না তা ভেবে দেখার বিষয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য জিন্নুর রহমান চৌধুরী দিপু, আতিকুর রহমান আতিক, আবু বকর সিদ্দিক, গাজী শফিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ৩টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে বনানীর একটি বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন মান্নার স্ত্রী মেহের নিগার। তবে মান্নাকে আটকের অভিযোগ অস্বীকার করেছেন ডিবি পুলিশ।

প্রতিক্ষণ /এডি/মেঘনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G