মান্নাকে দেখতে ভিড় করছেন রাজনীতিবিদরা

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৬ সময়ঃ ১১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

mannaকারামুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা।

এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের ২১ মাস পর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্না সম্পর্কে বলেন, “দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি।”

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, “মান্নাকে দেখতে যাওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি লোক দেখানোর জন্য কোনো কাজ করি না, আমি কাজ করি মন থেকে।”

বাসদের খালেকুজ্জামান বলেন, “অসুস্থ; তাই দেখতে গেলাম।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ২২ মাস মিথ্যা মামলায় কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন মান্না। তিনি দেশের অন্যতম জনপ্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা। কারাগার থেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শুনে তাকে দেখতে গিয়েছিলাম।”

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G