মান্নার জন্য স্ত্রীর আকুতি

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

manna striনাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করে তাকে বাঁচানোর জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।

রোববার সকালে গুলশানের মান্নার নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আকুতি জানান।

মেহের নিগার বলেন, ‘তিনি (মান্না) হার্টের রোগী। আগে থেকেই তার বুকে তিনটির বেশি ব্লক ধরা পড়েছিল। চোখেরও সমস্যা আছে। এ অবস্থায় সার্বক্ষণিক চিকিৎসা করা না হলে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটবে। কারাগারে না রেখে মান্নাকে চিকিৎসার জন্য হাসপাতালে, প্রয়োজনে বিদেশ পাঠানোর আবেদন করছি।’

মান্নার চিকিৎসায় সরকারি অবহেলার অভিযোগ করেন মেহের নিগার। তিনি বলেন, ‘রিমান্ডের নামে মানসিক নির্যাতনের (মান্নার) শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু তিনি সুস্থ না হবার পরেও কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি মান্নার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণ সাপেক্ষে সুষ্ঠু বিচারের আগে তার সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। মান্না ডিসিসি নির্বাচনে অংশ নিবেন কিনা তা পরিষ্কার করেননি স্ত্রী মেহের নিগার।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G