মান্নার ভাই থানায়, চলছে জিডির প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সন্ধান চেয়ে তার বড় ভাই ও ভাবী বনানী থানায় গেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা থানায় অবস্থান করছেন। এ ব্যাপারে সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে।
মান্নার বড় ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা জানান, মান্নাকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন গতরাতে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এখন ডিবি বলছে তারা এটা করেনি। তাহলে কারা তাকে তুলে নিয়ে গেল? সে এখন কোথায় আছে?
মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ (ডিবি) আটক করে বলে সংবাদমাধ্যমকে জানান তার স্ত্রী মেহের নিগার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, ডিএমপি মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি।
প্রতিক্ষণ/এডি/রবি