মান্না-খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১০। দণ্ডবিধি আইনের ১২০ (বি), ১২১ (এ) ও ১২৪ (এ) ধারায় মামলাটি করা হয়।
এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মান্না ও খোকার বিরুদ্ধে গুলশান থানায় একটি জিডি করা হয়েছিল।
উল্লেখ্য, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ভাইবারের ফোনালাপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে।
তাদের এ ফোনালাপে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার উৎখাতের ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয়। ওই ফোনালাপকে কেন্দ্র করেই বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হলো।
সেনাবাহিনীকে উস্কানি দেয়ার অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় বুধবার মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে বনানীর তার ভাইয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে তার স্বজনরা অভিযোগ করেন।
তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও ২১ ঘণ্টা পর গুলশান থানায় তাকে হস্তান্তর করে র্যাব। ২৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ধানমণ্ডির স্টার কাবাবের পাশে থেকে র্যাব তাকে আটক করেছিল বলে দাবি করা হয়।
ডিবি সূত্র জানায়, মান্না ও খোকার বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন থানায় ৩০টি সাধারণ ডায়রি (জিডি) হয়। গ্রেপ্তারের পর মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়াও শুরু হয়।
জিডির অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণের বিষয়ে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চায়। মঙ্গলবার সেই অনুমতি মিলেছে বলে জানায় ডিবির সূত্র।
প্রতিক্ষণ /এডি/বাদল