মামলাজট কমানোর আহবান প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক
দেশের আদালতসমূহে বিদ্যমান মামলার জট কমাতে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাসিক লিগ্যাল এইড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
সেমিনারে দেশের নিম্ন আদালতে কর্মরত জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের আদালতগুলোতে ৩০ লাখ মামলার জট রয়েছে। দিন দিন মামলার জট বেড়েই চলেছে। এ জট কমাতে প্রয়োজন যথেষ্ট বিচারক এবং লজিস্টিক সাপোর্ট।
৬০ শতাংশ মামলাই হলো ভূমি সংক্রান্ত মামলা। বিশেষত দেওয়ানি বিচার পদ্ধতি অসংখ্য মামলার সীমাবদ্ধতাও রয়েছে।
তিনি আরো বলেন, আদালত প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিরতার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সনাতনি পদ্ধতিতে চলছে প্রশাসনিক কার্যক্রম।
জাতীয় ও জেলা পর্যায়ে প্রশাসনিক অবকাঠামো, বিচারক স্বল্পতা, আইনজীবী ও আদালতের প্রতি অবিশ্বাসসহ নানাবিধ সমস্যা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর